শেয়ারবাজার: লভ্যাংশ ঘোষণার প্রভাব শেয়ারের দামে
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচক ও শেয়ার কেনাবেচা বৃদ্ধির ধারায় রয়েছে। প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫০ কোটি টাকার বেশি দামের শেয়ার। এ সময় স্টক একচেঞ্জের প্রধান সূচক দুই পয়েন্টের বেশি বেড়েছে।
এখন পর্যন্ত লেনদেনের যে ধারা দেখা যাচ্ছে, তাতে বিমা খাত ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়া খাদ্য খাতের কোম্পানিগুলোও ভালো করছে। লেনদেনে শীর্ষ পাঁচ কোম্পানির বেশির ভাগই কিছুদিন ধরে দাপুটে অবস্থানে ছিল। আজকেও সেই প্রবণতা দেখা গেছে।
গত বৃহস্পতিবার বেশ কিছু কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভা শেষে কোম্পানিগুলো গত জুনে শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে। সেসব লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদনের তথ্য আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করে কোম্পানিগুলো। তাতে দেখা যাচ্ছে, যেসব কোম্পানি ভালো লভ্যাংশ দিয়েছে, তাদের কারও কারও ক্ষেত্রে শেয়ারের দামে প্রভাব পড়েছে।
এদের মধ্যে উল্লেখযোগ্য ওষুধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস। স্বল্প মূলধনী কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫০ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এই খবরে আজকের লেনদেনের প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দাম ২১৪ টাকার মতো বেড়েছে। মূল্যবৃদ্ধিতে এটি প্রায় শীর্ষ অবস্থানে রয়েছে।
এ ছাড়া আরও যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, তার মধ্যে রয়েছে—বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, রেনেটা লিমিটেড, শাইনপুকুর সিরামিকস। তবে এসব কোম্পানির শেয়ারের দামে তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না। লভ্যাংশ ঘোষণার পরও এসব কোম্পানির শেয়ারের দাম নিয়ন্ত্রণ সংস্থার বেঁধে দেওয়া মূল্যস্তরে (ফ্লোর প্রাইস) আটকে আছে।
আজ লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে বাকী দুই সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ৮১ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২১ পয়েন্ট কমেছে।
দিনের প্রথম এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ টাকার মতো। এই সময় লেনদেনের শীর্ষে রয়েছে প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রথম এক ঘণ্টায় কোম্পানিটির প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটির মোট ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক ঘণ্টায় এটির প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করে। গত বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছিল।