ঢাকার বাজারে লেনদেন এক মাসের মধ্যে সর্বনিম্ন

শেয়ারবাজারপ্রতীকী ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৪ কোটি টাকা। গত প্রায় এক মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ২৯ অক্টোবর ঢাকার বাজারে সর্বনিম্ন ৩৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমনিতেই বাজারে তারল্যসংকট রয়েছে। তার মধ্যে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হওয়ায় বাজারে লেনদেনের গতি কমে গেছে। আবার দরপতনের কারণে নতুন বিনিয়োগও আসছে না। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের বড় অংশই বাজারে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যার প্রভাব লেনদেন ও সূচকে দেখা যাচ্ছে।

ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে আজ সূচকের পতনে যে পাঁচটি কোম্পানির সবচেয়ে বেশি ভূমিকা ছিল, সেগুলো হলো ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই পাঁচ কোম্পানির দরপতনের ফলে এদিন ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২১ পয়েন্ট কমেছে। এর মধ্যে ডিএসইএক্স সূচকটি সবচেয়ে বেশি কমেছে ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতনে। আজ বাজারে কোম্পানিটির দেড় টাকা বা আড়াই শতাংশ দরপতনে ডিএসইএক্স সূচকটি ১০ পয়েন্ট কমেছে।

ঢাকার বাজারে আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি ৪৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে। গত প্রায় ১৫ কার্যদিবসের মধ্যে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ ৩ নভেম্বর ডিএসইএক্স সূচকটি ৫ হাজার ১৯১ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ লেনদেন কমে যাওয়ার পেছনে আরও একটি কারণ ছিল। এদিন রেকর্ড তারিখের কারণে ১৬ কোম্পানির লেনদেন বন্ধ ছিল। যার মধ্যে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, মেট্রো স্পিনিং, ডেসকোর মতো কোম্পানির শেয়ার। একসঙ্গে ১৬ কোম্পানির লেনদেন বন্ধ থাকায় বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে ঢাকার বাজারে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। এদিন ব্যাংকটির ১৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। লেনদেনের শীর্ষ অবস্থানের পাশাপাশি এদিন কোম্পানিটির শেয়ারের দামও প্রায় ২ টাকা বা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩৫ টাকায়।