ঊর্ধ্বমুখী ধারায় শেয়ারবাজার, মূল্যবৃদ্ধিতে এগিয়ে ওষুধ খাতের কোম্পানি
আজ মঙ্গলবার সকালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দিনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইর তিনটি সূচকের প্রতিটিই ছিল ঊর্ধ্বমুখী। ফলে দেখা যাচ্ছে, গত দুই দিনের কিছুটা নেতিবাচক ধারা থেকে আজ বাজার আবার ইতিবাচক ধারায় ফিরেছে।
আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৫ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ১৭ পয়েন্ট।
প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে দেখা গেছে, ওষুধ খাতের কোম্পানিগুলো মূল্যবৃদ্ধির দিক দিয়ে এগিয়ে রয়েছে। অর্থাৎ ওষুধ খাতের যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার বেশির ভাগের শেয়ারের দাম বেড়েছে।
দেখা গেছে, বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত মোট ৩১টা ওষুধ কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে ১২ টির দাম বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে ১৭টি শেয়ারের দাম। এর কারণ, এসব (অপরিবর্তিত থাকা) শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে আছে।
মঙ্গলবার দিনের প্রথম আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৪৯ কোটি টাকার বেশি। এই সময়ে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৮টি শেয়ারের, কমেছে ৪৭টি শেয়ারের, অপরিবর্তিত আছে ১৬১টি শেয়ারের দাম।
লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় শীর্ষে আছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোম্পানিটির ২৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির মোট ২২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আড়াই ঘণ্টার লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দুটি ছিল ঊর্ধ্বমুখী, আর একটি ছিল নিম্নমুখী। এর মধ্যে গতকাল প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৮১ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে, ডিএস ৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করে।
গতকাল ডিএসইতে মোট ১ লাখ ৭৩ হাজার ২২৩টি শেয়ার হাতবদল হয়। এতে মোট লেনদেন হয় ৭০৭ কোটি টাকার।