প্রথম প্রান্তিকে লোকসানে আছে ঢাকা ডায়িং

শেয়ারবাজারপ্রতীকী ছবি

লোকসানে আছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল শেয়ারপ্রতি ৪২ পয়সা।

গত অর্থবছরে লভ্যাংশ দেয়নি ঢাকা ডায়িং। ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির লোকসান হওয়ায় সেবার তারা লভ্যাংশ দেয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও সেই ধারা অব্যাহত থাকল।

গতকাল রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১০ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত অর্থবছরে ঢাকা ডায়িংয়ের লোকসান বেড়েছে।

দুই বছর ধরে শিল্প খাতে যে গ্যাসসংকট চলছে, তার প্রভাবে ঢাকা ডায়িংয়ের মুনাফা কমেছে বলে লভ্যাংশের ঘোষণায় বলা হয়। এমনকি সংকটের মধ্যে কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলেও জানানো হয়েছিল। তার জেরে রাজস্ব ও মুনাফা কমেছে।

গত এক বছরে ঢাকা ডায়িংয়ের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১২ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত কয়েক বছরে কোম্পানিটি লভ্যাংশও দিয়েছে কম।

২০২২ সালে শূন্য দশমিক ২৫ শতাংশ, ২০২১ সালে ২ শতাংশ ও ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া ২০১৫ সালে ১০ শতাংশ, ২০১৪ সালে ১০ শতাংশ, ২০১৩ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ঢাকা ডায়িং।