দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের। এ সময় কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান বেড়েছে; একই সঙ্গে ইউনিটপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ কমেছে।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। একইভাবে বছরের প্রথম ছয় মাসেও কোম্পানিটির লোকসান বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। ২০২৩ সালের একই সময়ে যা ছিল ৯ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ফিক্সড ইনকাম ফান্ডের নগদ প্রবাহ পরিস্থিতিরও অবনতি হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে যা একদম শূন্যের কোটায় নেমে এসেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা। অর্থাৎ বোঝা যাচ্ছে, কোম্পানিটির নগদ অর্থ আয়ের পরিমাণ কমে যাচ্ছে।

অন্যদিকে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ৮ টাকা ১৪ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন তারিখে যা ছিল ৮ টাকা ৩২ পয়সা। তবে কস্ট প্রাইসে ইউনিটপ্রতি নিট শেয়ারমূল্যের কিছুটা উন্নতি হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে যা বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ২৯ পয়সা; ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ১১ টাকা ১৫ পয়সা।

গত এক বছরে এই ফান্ডের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল পাঁচ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল তিন টাকা। এ ছাড়া ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ, ২০২২ সালে ৬ শতাংশ, ২০২১ সালে ৪ শতাংশ ও ২০১৯ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।