এমএফএস কোম্পানি করবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক লিমিটেডের লোগো

ব্যবসা সম্প্রসারণে নানামুখী উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকভিত্তিক এমএফএস কোম্পানি করবে তারা। মুঠোফোনে আর্থিক সেবা দিতে এই সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ব্যাংকটি। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এই সাবসিডিয়ারি কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা।

এ ছাড়া দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক ‘ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম বা জোট গঠন করছে, প্রাইম ব্যাংক সেই উদ্যোগে পৃষ্ঠপোষক হিসেবে যোগ দেবে। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১২ কোটি ৫০ লাখ টাকা জোগান দেবে প্রাইম ব্যাংক। ডিজি ১০ ব্যাংক পিএলসির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা।

একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে। এই সাবসিডিয়ারি কোম্পানির পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।