২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন, দুই ঘণ্টায় আড়াই শ কোটি টাকার লেনদেন

শেয়ারবাজারপ্রতীকী ছবি

ঈদের ছুটির পর লেনদেনের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে শেয়ার কেনাবেচা চলছে। সকালে লেনদেন শুরুর পরে সূচকটি বেশ নিম্নমুখী ছিল। তবে প্রথম এক ঘণ্টা শেষে সূচকটি সামান্য বৃদ্ধি পায়। পরে আবার তা কমে যায়। প্রথম দুই ঘণ্টা শেষে সূচক অবশ্য আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

আজ শেয়ার লেনদেনে গতকাল সোমবারের তুলনায় কিছুটা ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় আড়াই শ কোটি টাকার মতো লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল থেকে সূচকের পতন হলেও প্রথম ঘণ্টা শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তে দেখা যায়। ফলে সূচকের পতন কিছুটা কমে।

অন্যদিকে, লেনদেন ও মূল্যবৃদ্ধির ক্ষেত্রে একধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভালো কোম্পানির মধ্যে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম যেমন কমেছে, তেমনই কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছেও। দুই ঘণ্টা শেষে শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল বীকন ফার্মাসিউটিক্যালস। আর দ্বিতীয় অবস্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল। এ সময় বীকন ফার্মাসিউটিক্যালসের ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে প্রথম দুই ঘণ্টা শেষে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল উত্তরা ব্যাংক। ব্যাংকটি গতকালই তাদের পর্ষদ সভা শেষে গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশের খবরে আজ কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং এটি লেনদেনে তৃতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে। প্রথম দুই ঘণ্টায় উত্তরা ব্যাংকের ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে প্রাইম ব্যাংকেরও। প্রাইম ব্যাংকও গতকাল লভ্যাংশ ঘোষণা করে। পাশাপাশি আগের বছরের তুলনায় প্রাইম ব্যাংকের মুনাফাও গত বছর বেশ ভালো বেড়েছে। এতে ইপিএসও বেড়েছে। লভ্যাংশ ও ইপিএস বৃদ্ধির খবরে প্রাইম ব্যাংকের শেয়ারের দর বেড়ে যায়।

অন্যদিকে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে প্রথম ঘণ্টায়। তার প্রভাব দেখা গেছে সূচকে।
গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকই নিম্নমুখী ছিল। এদের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৫ দশমিক ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৯ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৬ দশমিক ২৮ পয়েন্ট কমে ১ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস ৩০ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে গতকাল শেয়ার লেনদেন হয় প্রায় ৩৬৮ কোটি টাকার।