লেনদেন সময় বদলাতে চায় সিএসই, আপত্তি ডিবিএর
শেয়ারবাজারে লেনদেন সময় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ২৬ জানুয়ারি থেকে সকাল ১০টার বদলে সাড়ে ৯টায় লেনদেন শুরু এবং বেলা আড়াইটার পরিবর্তে পৌনে ৩টায় লেনদেন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।
একক স্টক এক্সচেঞ্জ হিসেবে লেনদেনের সময়সূচি পরিবর্তনের সিএসইর এই উদ্যোগের বিরোধিতা করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএ। সংগঠনটি বলছে, এক দেশে একাধিক স্টক এক্সচেঞ্জে ভিন্ন ভিন্ন সময়ে লেনদেন সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত। তাই সিএসইর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচি অনুযায়ী লেনদেন অব্যাহত রাখার দাবি জানায় ডিবিএ।
সিএসই সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৯টায় লেনদেন চালু করে বেলা পৌনে ৩টা পর্যন্ত তা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে সম্প্রতি সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউসে চিঠি দেয় সিএসই কর্তৃপক্ষ। এই চিঠির সূত্র ধরে লেনদেন সময়সূচির পরিবর্তনের বিষয়টি জানাজানি হয় এবং এ নিয়ে বাজারে একটি পক্ষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
লেনদেন সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘লেনদেন সময় কিছুটা বাড়ানো গেলে তাতে বিনিয়োগকারী ও সিএসই উভয়েরই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় আমরা লেনদেনসূচিতে কিছুটা বদল আনার সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে কারও কারও সঙ্গে কিছুটা ভুল–বোঝাবুঝির ধারণা তৈরি হতে পারে। আশা করছি আলোচনার মাধ্যমে আমরা সেটির সমাধান করতে পারব।’
বর্তমানে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ঢাকার বাজারের চেয়ে লেনদেনে বরাবরই পিছিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাই লেনদেন সময়ে কিছুটা পরিবর্তন এনে লেনদেনের পরিমাণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।