হার্বাল ওষুধ তৈরি করবে নাভানা ফার্মা
নাভানা ফার্মাসিউটিক্যালস হার্বাল ওষুধ তৈরি করবে। সে লক্ষ্যে কোম্পানি প্রাঙ্গণে ১০ হাজার বর্গফুটের নতুন একটি কারখানা স্থাপন করবে কোম্পানিটি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এ তথ্য জানিয়েছে তারা।
ঘোষণায় বলা হয়েছে, গতকাল বুধবার অনুষ্ঠিত নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির হার্বাল বিভাগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। নতুন এ বিভাগ প্রতিষ্ঠায় মোট ২০ কোটি ৮৫ লাখ টাকা বিনিয়োগ করা হবে। বিনিয়োগের এই অর্থ কোম্পানির অভ্যন্তরীণ ও বহিস্থ উৎস থেকে সংগ্রহ করা হবে।
নাভানা ফার্মা আশা করছে, নতুন এই কারখানা উৎপাদনে এলে প্রথম বছরে অতিরিক্ত ৪০ কোটি টাকা রাজস্ব আয় হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন এই কারখানার নির্মাণকাজ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
এদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নাভানা ফার্মার মুনাফা বেড়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৫ পয়সা; গত বছরের প্রথম প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ১১ পয়সা।
প্রথম প্রান্তিকে নাভানা ফার্মার শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা; গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৩ টাকা ৫১ পয়সা।