৩৩ কোটি টাকা মুনাফা কমল লা মেরিডিয়ান হোটেলের

লা মেরিডিয়ান হোটেলছবি: সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে পর্যটন খাতের ব্যবসায়। দেশি-বিদেশি অতিথি ও অনুষ্ঠান আয়োজন কমে যাওয়ায় হোটেল ব্যবসায়ও ধস নামে গত বছরের জুলাই-পরবর্তী কয়েক মাস। তাতে বেশির ভাগ হোটেলের ব্যবসা কমেছে। 

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের ব্যবসা খারাপ হয়েছে। এ কারণে আগের বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে হোটেলটির মুনাফা কমেছে ৩৩ কোটি টাকা। গতকাল কোম্পানিটি উল্লেখিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের যে তথ্য প্রকাশ করেছে, তাতে মুনাফা কমে যাওয়ার এ তথ্য জানানো হয়েছে। 

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা করেছে ১০ পয়সা। তাতে এই তিন মাসে কোম্পানিটির মুনাফা দাঁড়ায় ১০ কোটি ৫৯ লাখ টাকায়। ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা। তাতে শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ছিল ৪১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৩৩ কোটি টাকা বা ৭৬ শতাংশ। 

বেস্ট হোল্ডিংস মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে গত বছরের জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে গতকাল বৃহস্পতিবার শেয়ারধারীদের আর্থিক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছে। এর আগে গত বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন করা হয়। 

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ছিল ১ কোটি টাকা। সেই হিসাবে পরের প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে এসে মুনাফা কিছুটা বেড়ে ১০ কোটি ৫৯ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এদিকে মুনাফা কমে যাওয়ার খবরে গতকাল শেয়ারবাজারে বেস্ট হোল্ডিংসের শেয়ারের কিছুটা দাম কমেছে। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩০ পয়সা বা প্রায় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়।