দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের
২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড কোম্পানির। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬৬ পয়সা।
সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাস, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকতা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। ইপিএস বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এ সময়ে কোম্পানিটির টার্নওভার বেড়ে যাওয়া।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ খবর পাওয়া গেছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ১৯ পয়সা। এ ছাড়া জুলাই-ডিসেম্বর সময়ে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ ছিল ২ টাকা; আগের বছরের একই সময়ের যা ছিল ৭৮ পয়সা। নগদ প্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এ সময়ে সরবরাহকারীদের অর্থ পরিশোধের তুলনায় ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ বেড়েছে।
১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বর্তমানে ‘এ’ শ্রেণিভুক্ত স্বল্প মূলধনি একটি কোম্পানি।
কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ২৮ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ৭৮ লাখ শেয়ারে বিভাজিত। কোম্পানিটির মোট শেয়ারের ৪৫ শতাংশই উদ্যোক্তা-পরিচালকদের হাতে। বাকি ৫৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তি শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
২০২৩-২৪ অর্থবছর শেষে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৩৪ পয়সায়। আগের বছর যার পরিমাণ ছিল মাত্র ৪৬ পয়সা। সেই হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ৮৮ পয়সা বা ৪০৯ শতাংশ। মুনাফা বৃদ্ধি পাওয়ায় লভ্যাংশের পরিমাণও বেড়েছে কোম্পানিটির। গত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আজ এ প্রতিবেদনে লেখার সময় কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১২৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে এই কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৮২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৮৬ টাকা ৫০ পয়সা।
২০২৩ সালে সিভিও পেট্রোকেমিক্যাল ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।