রবির পর্ষদ সভা আগামী সোমবার
১৭ ফেব্রুয়ারি টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের হিসাব চূড়ান্ত করার পাশাপাশি লভ্যাংশের সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর রেকর্ড আয় করেছে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা। সেবার কোম্পানিটি ৯ হাজার ৯৪২ কোটি টাকা আয় করেছে, রবির ইতিহাসে এক বছরে যা সর্বোচ্চ। রেকর্ড আয় করায় গত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
রবি আজিয়াটা দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। ২০২০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০২৩ সালে কোম্পানিটি সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করে। রবি জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানিটির আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ।
সেবার কোম্পানিটি ৩২১ কোটি টাকা মুনাফা করেছে। গত বছর রবিতে নতুন ৪৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছেন। বছর শেষে কোম্পানিটির মোট গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৭ লাখে; এই সংখ্যা দেশের মোট মুঠোফোন ব্যবহারকারীদের ৩১ শতাংশ। রবির মোট গ্রাহকের ৬১ শতাংশই ফোরজি বা চতুর্থ প্রজন্মের সেবা ব্যবহারকারী গ্রাহক।
গত এক বছরে রবি আজিয়াটার শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩৫ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ২০ টাকা ৩০ পয়সা। তালিকাভুক্ত হওয়ার কোম্পানিটি ২০২১ সালে ৫ শতাংশ ও ২০২২ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।