দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ওয়ালটন হাইটেকের

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। দেখা গেছে, গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবারের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেশি হয়েছে।

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। এর আগে ২০২৩ সালে অক্টোবর-ডিসেম্বর সময়ে ওয়ালটন হাইটেকের শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ৫৬ পয়সা।

এ ছাড়া বছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ০৫ পয়সা। আগের বছরের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ টাকা ২৪ পয়সা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৬ টাকা ৯৩ পয়সা; আগের বছর একই সময়ে ছিল ২৭ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৭ পয়সায়; আগের বছরের একই সময়ে যা ছিল ২৭৭ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ কমে যাওয়ার কারণ হলো, ব্যাংকের ঋণ না নিয়ে বরং বিক্রয়লব্ধ অর্থ দিয়ে সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা। এ ছাড়া সামনে ভরা মৌসুমে বিক্রয় বাড়াতে উপকরণ ক্রয় বৃদ্ধি করা হয়েছে।

গত এক বছরে ওয়ালটন হাইটেকের শেয়ারে সর্বোচ্চ মূল্য ছিল ৮৬৬ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪২৯ টাকা। এ ছাড়া গত ২০২৪ সালে কোম্পানিটি নগদ লভ্যাংশ দিয়েছে ৩৫০-শতাংশ, ২০২৩ সালে ৩০০ শতাংশ, ২০২২ সালে ২৫০ শতাংশ, ২০২১ সালে ২৫০ শতাংশ ও ২০২০ সালে ২০০ শতাংশ।