কর পরিশোধ পদ্ধতি সহজ করতে বলল এফবিসিসিআই
বাড়তি রাজস্ব চাহিদা মেটাতে কর প্রদান পদ্ধতি সহজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হওয়ার পর ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি জরুরি। এ জন্য কর হার কমিয়ে ও কর প্রদানের পদ্ধতি সহজ করে রাজস্ব বৃদ্ধির ব্যবস্থা নিতে হবে। ভ্যাট পরিশোধের ক্ষেত্রে ক্রেডিট সমস্যারও সমাধান করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার অবকাঠামোগত সংস্কার, ভ্যাট নেট বৃদ্ধি, ভ্যাটের প্রবৃদ্ধির সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গঠিত কমিটির সঙ্গে বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এই আহ্বান জানান। বৈঠকে এনবিআর গঠিত কমিটির আহ্বায়ক ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ ছাড়াও এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
ভ্যাট ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় করার আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, অর্ধেক ব্যবস্থা ডিজিটাল হলেও বাকি অর্ধেক ম্যানুয়াল থাকার কারণে হয়রানি কমছে না। ডিজিটালাইজেশনের সুফল পাওয়া যাচ্ছে না। এ সময় অভ্যন্তরীণ সম্পদের সর্বোত্তম ব্যবহার, শুল্ক যৌক্তিকীকরণ ও রপ্তানি বহুমুখীকরণের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
বৈঠকে ভ্যাটের হার পুনর্নির্ধারণের দাবি জানিয়ে এফবিসিসিআই পরিচালক নাদিয়া বিনতে আমিন বলেন, ভ্যাটের সর্বনিম্ন হার শূন্য ও সর্বোচ্চ হার ৫ শতাংশ নির্ধারণ করা উচিত। এ ছাড়া ই-চালানে ভ্যাট কোডের ব্যবস্থা রাখার সুপারিশ করেন তিনি।
এফবিসিসিআইর আরেক পরিচালক আবুল কাশেম খান বলেন, প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীদের কম্পিউটার ব্যবহারে সীমাবদ্ধতা আছে। তাই এনবিআরের পক্ষ থেকে বিনা মূল্যে মোবাইল অ্যাপ তৈরি করে দেওয়া যেতে পারে।
ভ্যাট নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের কথা শুনে মূসক ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের আশ্বাস দেন এনবিআর কর্মকর্তা মো. আব্দুর রউফ। তিনি বলেন, মূসক ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ, সহজীকরণ, সুশাসন ও ভৌত অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিয়ে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হবে। আগামী পরিকল্পনার মূল লক্ষ্য হবে সম্ভাব্য সর্বনিম্ন ভ্যাট হার নিশ্চিত করা ও সর্বোচ্চ আওতা বাড়ানো।
এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক মো. নাসের, নরসিংদী চেম্বারের সভাপতি আলী হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, উপদেষ্টা মনজুর আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।