বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও শ্রমিকদের

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন ঘেরাও করেছেন টিআরজেড গ্রুপের শ্রমিকেরা। এতে ভবনটিতে থাকা বিজিএমইএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা আটকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক হারুন অর রশীদের মালিকানাধীন টিআরজেড গ্রুপের কয়েক শ শ্রমিক বকেয়া বেতন-ভাতার দাবিতে বেলা ১১টার দিকে বিজিএমইএ ভবন ঘেরাও করেন। তাঁরা ভবনের তিনটি ফটকে অবস্থান নিলে বিজিএমইএর কর্মকর্তারা ভবনের ভেতরে ঢুকতে ও বের হতে পারছিলেন না। বিকেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দলও আসে।

পরে টিআরজেড গ্রুপের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বিজিএমইএ নেতারা বৈঠকে বসেন। এতে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন। রাত পৌনে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল বলে জানিয়েছেন বিজিএমইএর একজন পরিচালক।

নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন কর্মকর্তা রাত পৌনে ৯টায় প্রথম আলোকে জানান, অফিস ছুটির পর ভবনের কিছু লোক বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। ভবনে অনেকেই আটকে পড়েছেন। কখন বের হতে পারবেন, তা তাঁরা বুঝতে পারছেন না।

বিষয়টি নিয়ে জানতে চেয়ে টিআরজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক হারুন অর রশীদকে ফোন করলেও তিনি সাড়া দেননি।