রিফে বাচ্চাদের জুতার সর্বনিম্ন দাম ১,২০০ আর নারীদের জুতা ১,৫০০ টাকা
জুতার নতুন ব্র্যান্ড রিফের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় ব্র্যান্ডটির বিক্রয়কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়াও পেয়েছে ব্র্যান্ডটি।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিফ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস নামের নতুন কোম্পানির অধীনে রিফ ব্র্যান্ড পরিচালিত হবে। ফার্মেগেটের বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন টি কে গ্রুপের গ্রুপ পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার।
উদ্বোধনের পর বিক্রয়কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ৯৫০ বর্গফুট আয়তনের বিক্রয়কেন্দ্রটিতে চামড়া দিয়ে তৈরি বাচ্চাদের জুতা থেকে শুরু করে সব বয়সী ছেলে ও মেয়েদের জুতা ও স্যান্ডেলের পাশাপাশি বিভিন্ন আকারের ব্যাগ, ওয়ালেট, বেল্ট রয়েছে।
সব পণ্যে ব্যবহৃত চামড়া টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিফ লেদার নামের ট্যানারিতে প্রক্রিয়াজাত করা, এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই ট্যানারি কাঁচা চামড়া থেকে ফিনিশড ধাপ পর্যন্ত কাজের জন্য বৈশ্বিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পেয়েছে। বাংলাদেশের সাতটি এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানার একটি রিফ লেদার।
রিফের একজন কর্মকর্তা জানান, নতুন এই ব্র্যান্ডের বাচ্চাদের জুতা ১ হাজার ২০০ থেকে শুরু করে সাড়ে ৩ হাজার টাকায় পাওয়া যাবে। মেয়েদের স্যান্ডেলের দাম দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে মেয়েদের শুর দাম ১ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া ছেলেদের স্যান্ডেলের দাম ১ হাজার ২০০ টাকা থেকে শুরু। ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত স্যান্ডেল পাওয়া যাবে। ছেলেদের শুর দাম আড়াই হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে। বুটের দাম সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। এ ছাড়া স্নিকারও আছে, দাম সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকার মধ্যে।
জানতে চাইলে টি কে গ্রুপের গ্রুপ পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার প্রথম আলোকে বলেন, ‘দেশের জুতার বাজারে চাহিদা মেটাতে এখনো আমদানি করতে হয়। ফলে বাজারে এখনো দেশে তৈরি জুতার চাহিদা আছে। আমরা সে জন্যই জুতায় বিনিয়োগ করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও জুতার উৎপাদনপ্রক্রিয়া খুবই জটিল। তারপরও আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। ভবিষ্যতে চামড়ার সঙ্গে চামড়াবিহীন জুতাও আনব।’
১৯৭২ সালে দুই ভাই—মোহাম্মদ আবু তৈয়ব ও মোহাম্মদ আবুল কালাম মিলে প্রতিষ্ঠা করেন টি কে (তৈয়ব-কালাম) গ্রুপ। তারা ভোজ্যতেল, ভোগ্যপণ্য, ঢেউটিন, পার্টিকেল বোর্ড, ট্যানারি, পেপারসহ বিভিন্ন খাতে ব্যবসা করছে। ২০১৩ সাল থেকে জাপানে চামড়ার জুতা রপ্তানি করছে গ্রুপটির অঙ্গপ্রতিষ্ঠান টি কে ফুটওয়্যার।
জানতে চাইলে রিফ লেদারের পরিচালক মো. মখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারে চামড়ার জুতা কিনতে গিয়ে অনেকেই পছন্দমতো পান না। প্রতারিত হয়েছেন, এমন উদাহরণও আছে। সে জন্য আমরা দেশের মানুষের জন্য চামড়ার জুতা উৎপাদন শুরু করি। পরিবেশবান্ধব ট্যানারিতে প্রক্রিয়াজাত করা চামড়া পরীক্ষাগারে পরীক্ষা করার পরই আমরা সেটি দিয়ে জুতা উৎপাদন করে থাকি। তাই আশা করছি রিফের জুতা পরলে নতুন অভিজ্ঞতা পাবেন ক্রেতারা।’
মো. মখলেসুর রহমান জানান, চট্টগ্রামে গত বছর দুটি পরীক্ষামূলক বিক্রয়কেন্দ্র চালু করা হয়। শিগগিরই সেখানে আরও দুটি বিক্রয়কেন্দ্র উদ্বোধন হবে।