ইয়ামাহার ২৫০ সিসির মোটরসাইকেল এফজেড ২৫ বাংলাদেশের বাজারে

দেশের বাজারে প্রথমবারের মতো জাপানি কোম্পানি ইয়ামাহার ২৫০ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল জমকালো আয়োজনের মধ্যে বাজারে আনছে এসিআই মোটরসছবি: প্রথম আলো

ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা। বড় পর্দায় শুরু হলো ‘কাউন্ট ডাউন’। চোখধাঁধানো পরিবেশনার পর বাইক চালিয়ে মঞ্চে ঢুকলেন তিনজন বাইকার। গোটা হলরুমের সবাই করতালির মাধ্যমে স্বাগত জানালেন। আর এরই মধ্য দিয়ে দেশের বাজারে প্রথমবারের মতো জাপানি কোম্পানি ইয়ামাহার ২৫০ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল বাজারে আনছে এসিআই মোটরস। বাংলাদেশের বাজারের জন্য এর দাম ঠিক করা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হয় ‘ইয়ামাহা এফজেড ২৫’ মডেলের মোটরসাইকেলটি বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা। নতুন এই মোটরসাইকেলের বাজারজাতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি এবং উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। আজ শনিবার (১২ এপ্রিল) চালু হয়েছে মোটরসাইকেলটির আগাম বুকিং।

রিজওয়ান-উজ-জামান রোহানের উপস্থাপনায় সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসে ইয়ামাহা বাংলাদেশের নতুন এ সংযোজন সম্পর্কে নানা তথ্য। উদ্বোধনী বক্তব্যের শুরুতে বাংলাতে ‘কেমন আছেন সবাই’ বলে উপস্থিত সবাইকে চমকে দেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি। তারপর তিনি বলেন, ‘বাংলাদেশ ইয়ামাহার জন্য অনেক বড় একটি বাজার। বাংলাদেশের উৎপাদনশিল্পে ইয়ামাহা অনেক বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে ৩৯ শতাংশ ইয়ামাহার দখলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ইয়ামাহা মোটরসাইকেলের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতার পাশাপাশি ক্রেতার রুচির কথা মাথায় রেখে মোটরসাইকেল তৈরি করে।’

ইয়ামাহার ব্র্যান্ডের প্রতি কৃতজ্ঞতা এবং বাইকার ও পরিবেশকেরা সামনে এগিয়ে যাওয়ার মূলশক্তি উল্লেখ করে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি বলেন, ইয়ামাহা—বাংলাদেশের তরুণদের আবেগ ও ভালোবাসার মোটরসাইকেল। বিশেষ করে জেনারেশন-জির কথা মাথায় রেখে টেকসই ও আধুনিক প্রযুক্তির মিশেলে মোটরসাইকেল তৈরি করে। যার প্রমাণ ইয়ামাহা এফজেড ২৫ মোটরসাইকেলটি।

ইয়ামাহা রাইডারস বাইক রাইডিংকে লাইফস্টাইলে পরিণত করার মধ্যে একটি নতুন সংস্কৃতি চালু করেছে উল্লেখ করে এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের কথা চিন্তা করে মোটরসাইকেলটি তৈরি করা হয়েছে। এটির ব্রেকিং সিস্টেম ঢাকার ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখে তৈরি করা। মূলত বাইকপ্রেমীদের রাইডিংয়ে নতুন অভিজ্ঞতা দিতেই এমন একটি মোটরসাইকেল বাজারজাত করেছে ইয়ামাহা বাংলাদেশ।

মোটরসাইকেলটির বাজারজাত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইয়ামাহার জেলা ও বিভাগীয় পর্যায়ের পরিবেশক ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। কথা হয় মিরপুর-১–এর ব্যবসায়ী তুষার আহমেদের সঙ্গে। তিনি বর্তমানে ইয়ামাহার এফজেড ভার্সন ফোর মোটরসাইকেলটি চালাচ্ছেন। নতুন এ মোটরসাইকেল নিয়ে তিনি জানান, ‘ইয়ামাহা রাইডারদের জন্য আজ আনন্দের দিন। আমাদের রাইডিংয়ের নতুন অভিজ্ঞতা নিতেই এ অনুষ্ঠানে এসেছি। বাইকটি কিনব। ফিচার ও সুবিধা অনুযায়ী এর দাম আমার কাছে যৌক্তিক মনে হয়েছে।’

অনুষ্ঠানে জনপ্রিয় রিভিউয়ার তুষার (এটিসি) ছিলেন। মোটরসাইকেলটি সম্পর্কে তিনি বলেন, ‘বাইক এখন শুধু বাহন নয়, এটি এখন লাইফস্টাইল। সেই সঙ্গে রাইডারের আত্মার অংশ। এই বিষয়গুলো মাথায় রেখে এসিআই মোটরস নিত্যনতুন বাইক বাজারজাত করে। আমার পছন্দের বাইক ইয়ামাহা। বরাবরের মতো নতুন বাইকটিও কিনব।’

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের আর একটি বিশেষ আকর্ষণ ছিল, পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগের গান। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছে।

ইয়ামাহা এফজেড ২৫–এর বৈশিষ্ট্য

মোটরসাইকেলটি উন্মোচনের পর একটি এভি দেখানো হয়। পাশাপাশি এর ফিচার ও অফার নিয়ে আয়োজন করা হয় ‘রুল দ্য রোড উইথ ইয়ামাহা এফজেড ২৫’ শীর্ষক সেশন। সেখানে উঠে আসে মোটরসাইকেলটির আদ্যোপান্ত সম্পর্কে। জানানো হয়, ইয়ামাহা এফজেড ২৫ মডেলের মোটরসাইকেলটি ১৫৩ কেজি ওজনের। ২৫০ সিসির মোটরসাইকেলটিতে থাকছে ১৪ লিটারের ফুয়েল ট্যাংক, অয়েল কুলড বিএসসিক্স ইঞ্জিন, ফাইভ স্পিড গিয়ার, ৭ স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশনসহ নানা সুবিধা। মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু ও ওয়ারিয়র ওয়াইট—তিনটি রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল।

আকর্ষণীয় অফার

৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে আকর্ষণীয় অফার। পুরোনো ১৬৫ সিসির কম কিংবা তার বেশি সিসির যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল অদল–বদলের মাধ্যমেও নতুন এই মোটরসাইকেল কেনার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য। ১৬৫ সিসির কম হলে ১১ হাজার এবং বেশি সিসির ক্ষেত্রে ১৪ হাজার টাকা পর্যন্ত ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। এ ছাড়া ইয়ামাহার ওয়াইআরসি নিবন্ধিত সদস্যদের জন্য থাকছে ১২ হাজার টাকার বিশেষ ছাড়। এ ছাড়া আগাম বুকিং দিলে ৭ হাজার টাকা মূল্যছাড় পাবেন ক্রেতারা। মাত্র ৫০ হাজার টাকায় প্রি-বুকিং দেওয়া যাবে। এর জন্য ইয়ামাহার বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে মোটরসাইকেলটি আগাম বুকিং করতে পারবেন ক্রেতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগাম বুকিংয়ের এক মাস পর ক্রেতারা হাতে পাবেন মোটরসাইকেলটি।

প্রি-বুকিং যেভাবে করবেন

ইয়ামাহা এফজেড ২৫ মোটরসাইকেলটি প্রি-বুক করতে ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন এবং সুবিধা অনুযায়ী ডিলার পয়েন্ট নির্বাচন করুন। সব তথ্য জমা দেওয়ার পর এসএমএসের মাধ্যমে একটি কোড পাঠানো হবে। সেটি নিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচিত ডিলার পয়েন্টে প্রি-বুকিংয়ের নির্ধারিত টাকা পরিশোধ করুন। নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ করার পর একটি নিশ্চিতকরণ এসএমএসের মাধ্যমে প্রি-বুকিং সম্পন্ন হয়েছে নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ইয়ামাহার বিভিন্ন মডেলের মোটরসাইকেলের মধ্যে এফজেড সিরিজের মডেলগুলো খুবই জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের ৪টির বেশি মডেল বাজারে এসেছে, যার সবই ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে। এত দিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সিসি ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল বিক্রি করত। কিন্তু বাংলাদেশে উচ্চ সিসির মোটরসাইকেল অনুমোদনের পর ইয়ামাহা বাংলাদেশ গ্রাহকদের চাহিদা মাথায় রেখে এফজেড সিরিজের ২৫০ সিসির মোটরসাইকেল বাজারে আনে।