সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ১৫৫ টাকা
দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। চলতি মাসে টানা পাঁচ দফা বাড়ানোর পর এবার দাম কিছুটা কমানো হলো। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৫৫ টাকা দাম কমানো হয়েছে। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
সর্বশেষ ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতে এক ভরির দাম বেড়ে হয় ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এর আগে ১৭ ফেব্রুয়ারি দাম বাড়ানোর পর প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে যায়।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়েছে।
সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা দাম কমবে।