‘স্মার্ট’ ব্র্যান্ডের এসি থাকলে ঘরে, এক ক্লিকেই হবে দুনিয়া ঠান্ডা!

সবার জন্য মানসম্মত এসি নিশ্চিত করছে সনি–স্মার্ট
ছবি: সংগৃহীত

গরমে সবাই ঘরের মধ্যে চান স্বস্তির শীতল বাতাস। আর সেটা যদি হয় ঈদের সময়, তাহলে তো কথাই নেই। প্রচণ্ড গরমে আরাম নিশ্চিতে বর্তমানে সবাই ঘরে আনতে চান এসি। কিন্তু কেনাকাটায় যাঁরা ভীষণ খুঁতখুঁতে, তাঁরা পড়েন ঝামেলায়। এবার তাঁদের চিন্তার অবসান হবে। কারণ, জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন ও জেনুইন কেয়ার—এই পাঁচ নীতির সমন্বয়ে ‘জি–ফাইভ’ পলিসির মাধ্যমে সবার জন্য মানসম্মত এসি নিশ্চিত করছে সনি–স্মার্ট। এটি বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা সারা দেশে ‘সনি–স্মার্ট’ নামে পরিচিত।

সারা দেশের সনি–স্মার্টের শোরুমে পাওয়া যাচ্ছে দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘স্মার্ট’–এর ইনভার্টার এসি, যা ব্যবহারকারীকে দেবে শব্দহীন সতেজ বাতাস আর সজীব নিশ্বাসের নিশ্চয়তা। এই এসির বড় সুবিধা হচ্ছে ‘কুলিং ক্যাপাসিটি’, যা ১৮ হাজার বিটিইউ ক্ষমতাসম্পন্ন, ফলে দ্রুত ও কার্যকরভাবে আশপাশ ঠান্ডা করতে পারে। ঘণ্টায় ৮০০ ঘনমিটার বাতাস প্রবাহিতের মাধ্যমে ঘরের প্রতিটি কোনায় ঠান্ডা বাতাস পৌঁছে দেয়। আর ইনভার্টার প্রযুক্তি থাকায় এটি কমপ্রেসরের গতি নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখে এবং কমায় বিদ্যুৎ খরচ।

স্মার্ট ব্র্যান্ডের এসির বাতাস সতেজ ও আরামদায়ক হওয়ার মূল রহস্য এর ‘আর্দ্রতা নিয়ন্ত্রণ ফিচার’, যা প্রতি ঘণ্টায় ১ দশমিক ৮ লিটার আর্দ্রতা শোষণ করে, ফলে বাতাস থাকে সতেজ ও আরামদায়ক। এসির সামনে সার্বক্ষণিক দাঁড়িয়ে এর তাপমাত্রা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কারণ, ব্যবহারবান্ধব রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘরের যেকোনো জায়গা থেকে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। তাই স্মার্ট এসির তাপমাত্রা নিয়ে থাকবেন নিশ্চিন্ত।

সারা দিনের ক্লান্তি শেষে গরমে প্রশান্তির ঘুম দিতে স্মার্ট এসির জুড়ি নেই। কারণ, এটি ৩০ থেকে ৪৫ ডিবি(এ) শব্দমাত্রায় চলবে, যা সর্বোচ্চ প্রশান্তি দেবে প্রায় নিঃশব্দে। এ ছাড়া ১৮৭ থেকে ২৬৫ ভোল্ট পর্যন্ত ভোল্টেজে কাজ করতে পারে বলে লো ভোল্টেজের সময়ও স্মার্ট ব্র্যান্ডের এসির পারফরম্যান্স থাকে একদম ঠিকঠাক।

স্মার্ট ব্র্যান্ডের এসি পরিবেশবান্ধব। এতে ‘আর৩২ রেফ্রিজারেন্ট’ ব্যবহৃত হয়েছে, যা পরিবেশগত ক্ষতি কমিয়ে শক্তিশালী কুলিং নিশ্চিত করে। এতে ‘টি১ ক্লাইমেট টাইপ’ থাকায় এটি বিভিন্ন আবহাওয়ায় নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য উপযুক্ত।

স্মার্ট ব্র্যান্ডের এসি লং–লাস্টিং পারফরম্যান্সের জন্য এতে আছে ‘হাইড্রোলিক ও ল্যুভার ফিন’ প্রযুক্তি, যা এসির টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে। এ ছাড়া এতে রয়েছে ‘থ্রি এয়ার উইং’ ডিজাইনের আউটডোর ফ্যান, যা বাতাসের প্রবাহ উন্নত করে এবং এসির পারফরম্যান্স ভালো রাখে।

স্মার্ট ব্র্যান্ডের এসিতে রয়েছে পাঁচ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি এবং দুই বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি।

এবার ঈদে প্রচণ্ড গরমে আরাম নিশ্চিত করতে স্মার্ট ব্র্যান্ডের ইনভার্টার, নন–ইনভার্টার ১ টন, ১.৫ টন ও ২ টন—সব এসিতেই থাকছে স্পেশাল প্রাইস, সঙ্গে বিনা মূল্যে কপার পাইপ ও ইনস্টলেশনের সুবিধা।

তাই দেশব্যাপী থাকা ‘সনি–স্মার্ট’–এর যেকোনো শোরুম থেকে আজই সংগ্রহ করুন পরিবারের জন্য পছন্দের স্মার্ট এসিটি। আর ঘরে বসে কিনতে চাইলে ভিজিট করুন sonysmart.com.bd

মনে রাখবেন, স্মার্ট এসি থাকলে ঘরে, এক ক্লিকেই হবে দুনিয়া ঠান্ডা!