করদাতাদের হয়রানি না করার জন্য নির্দেশ অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদফাইল ছবি

কর আদায়ের প্রক্রিয়ায় করদাতাদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কর আদায়ের সময় করদাতাদের যেন সরকারের দিক থেকে কোনো ধরনের বাধার সৃষ্টি করা না হয়। পাশাপাশি কর আদায় ব্যবস্থাও যেন সহজ করা হয়।

আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এ সভা হয়। এতে এনবিআরের শুল্ক, কর ও ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘যিনি সব সময় কর দেন, তাঁর ওপর জোর করা হয়। আর যিনি কর দেন না, তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের আচরণ বন্ধ করতে হবে।’

দেশের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি করার অভিযোগ করে আসছেন। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের প্রধান কাজ রাজস্ব আদায় করা। এই রাজস্ব আদায় করতে হবে হয়রানি না করে এবং নিয়মমাফিক পথে।

প্রতিবেশী অনেক দেশের তুলনায় বাংলাদেশে কর জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরেই অনেক কম। রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সারাক্ষণ ঋণ নিয়ে চলতে পারব না।’ একই সঙ্গে তিনি রাজস্ব খাত সংস্কার করার ওপর জোর দেন।

কালোটাকা সাদা করার চলমান সুযোগ বন্ধ করা হচ্ছে কি না, জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ বিষয়ে এখনই কিছু বলব না। কারণ, এ নিয়ে এখনো নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করিনি।’

চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হবে কি না, জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে যা করার দরকার, সবই করা হবে। তিনি আরও বলেন, ‘রাজস্ব কর্মকর্তারা জানেন, কীভাবে কাজ করতে হয়। আমাদের কাজ হলো, বন্দরগুলোতে দ্রুত সেবা নিশ্চিত করা। আমরা ব্যবসায়ীদের আস্থায় এনে রাজস্ব আদায় করব।’