বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গত বুধবার রাতে তাঁর ঢাকার বনানীর বাসায় ফিরেছেন।

আরও পড়ুন

গত ২৫ জুলাই আবুল মাল আবদুল মুহিতের করোনা শনাক্ত হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শে ২৯ জুলাই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। ১৪ আগস্ট তাঁর করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে।

আবদুল মুহিত আওয়ামী লীগের দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অর্থমন্ত্রী হিসেবে তিনি ১২টি বাজেট উপস্থাপন করেন, যার ১০টিই আওয়ামী লীগ সরকার আমলের। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

সিএমএইচ থেকে বাসায় ফেরার পরদিন গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ফেসবুক পোস্টে মুহিতের কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মুহিত। স্বাস্থ্য অনেকটা ভেঙে পড়েছে তাঁর। এখন অবশ্য শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।