করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব মেট্রো চেম্বারের
করপোরেট করহার বাস্তবসম্মতভাবে কমানোর সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলছে, এ দেশে কার্যকরী করহার অতি উচ্চ, যা ক্ষেত্রবিশেষে ৪০ থেকে ৫০ শতাংশ হয়ে যায়। গত কয়েক বছরে করপোরেট কর কমানো হলেও লেনদেনের শর্তের কারণে বড় ও মাঝারি কোম্পানির পক্ষে এই শর্ত পালন করাও কঠিন।
এদিকে একক ভ্যাট হারের প্রস্তাব করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানও তাদের দাবির সঙ্গে একমত।
আজ মঙ্গলবার আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্–বাজেট আলোচনায় অংশ নিয়ে দেশের বড় দুই চেম্বারের নেতারা এসব দাবি জানান। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ে আজ দুপুরের পর এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
মেট্রো চেম্বারের যত দাবি
এমসিসিআইয়ের পক্ষে বাজেট প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি কামরান টি রহমান। এমসিসিআই মোটাদাগে সাতটি প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কোম্পানির করহার যৌক্তিক করা; ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য পৃথক করহার; কর প্রশাসন ও নীতি আলাদা করা; কর ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক করা; রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের ক্ষেত্রে জটিলতা দূর করা; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করতে অনুমোদিত তহবিলের ওপর করহার যৌক্তিক করা।
প্রাক্-বাজেট আলোচনায় এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি খাত। বাড়তি শুল্ক আরোপ হবে রপ্তানি খাতের ওপর। তাই দেশীয় শিল্প বিকাশে এনবিআরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এমসিসিআইয়ের সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম এনবিআরের নিজস্ব উদ্যোগে উদ্ভাবনী উপায়ে অটোমেশন করার পরামর্শ দেন। প্রাক্–বাজেট আলোচনায় মেট্রো চেম্বারের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি সিমিন রহমান, আনিস এ খান, পরিচালক আদিব এইচ খান, উজমা চৌধুরী প্রমুখ।
ভ্যাটের একক হার
একক ভ্যাট হারের প্রস্তাব করেছে এফআইসিসিআই। এই সংগঠনটি ২০২৭ সালের মধ্যে একক ভ্যাট হার ১০ শতাংশ করার সুপারিশ করেছে। একই অনুষ্ঠানে এফআইসিসিআইয়ের পক্ষে বাজেট প্রস্তাব তুলে ধরেন সনদপ্রাপ্ত হিসাববিদ স্নেহাশিস বড়ুয়া।
স্নেহাশিস বড়ুয়া বলেন, যেসব খাতে ১৫ শতাংশ ভ্যাট আছে, তা ২০২৭ সালের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনা যেতে পারে। আবার যেসব খাতের ভ্যাট ১০ শতাংশের নিচে, সেসব খাতের হার ১০ শতাংশ করা যেতে পারে। এতে কার্যকর ভ্যাটের ভার কমে যাবে। প্রতিষ্ঠানের হিসাবব্যবস্থারও উন্নতি হবে।
এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘সব ব্যবসায়ী একমত হলে আমরা একক ভ্যাট হার করে দিতে পারি। প্রয়োজনে একক ভ্যাট হার কমাব। একক ভ্যাট হার হলে প্রতিটি প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণে জবাবদিহির মধ্যে আসবে।’
কর ব্যবস্থায় অটোমেশনের ওপর জোর দেন এফআইসিসিআইয়ের সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। তিনি বলেন, এনবিআর চাইলে অটোমেশন করতে এফআইসিসিআইয়ের সদস্য প্রতিষ্ঠানগুলো সহায়তা দেবে।