বাস্তবায়নযোগ্য রাজস্ব সংস্কার প্রস্তাব দেবে পরামর্শক কমিটি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি

রাজস্ব খাতসংক্রান্ত পরামর্শক কমিটির প্রধান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, ‘আমরা সরকারকে একটি বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব দিয়ে যাব। আমাদের একটি সংস্কারের ধারায় যেতে হবে। এমন কোনো প্রস্তাব করা হবে না, যা বাস্তবায়নযোগ্য নয়।’

আজ বৃহস্পতিবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় করে পরামর্শক কমিটি। তখন কমিটির প্রধান মোহাম্মদ আবদুল মজিদ কথাগুলো বলেন। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় ইআরএফের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি দৌলত আকতার।

মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এটা ঠিক, বৈপ্লবিক কিছু করা যাবে না। আমাদের সমাজে সেই অবস্থা নেই। তবে আমরা সবার সঙ্গে আলোচনা করে সংস্কারের প্রস্তাবগুলো তৈরি করছি। সবার মধ্যে সংস্কার নিয়ে একধরনের চেতনা তৈরি হোক।’

আবদুল মজিদ আরও জানান, পরামর্শক কমিটি একটি অন্তর্বর্তী প্রতিবেদন সরকারের কাছে দিয়েছে। এখন ‘বল সরকারের কোর্টে’।

সম্প্রতি এই পরামর্শক কমিটি একটি অন্তর্বর্তী প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেয়। তাতে রাজস্ব আদায় ও রাজস্বনীতি–সংক্রান্ত কার্যক্রম আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে সভায় অংশ নেওয়া ইআরএফ সদস্যরা রাজস্ব খাতের সংস্কারে বিভিন্ন পরামর্শ দেন।