দুর্বল এডিপি বাস্তবায়ন, কোনো টাকা খরচ করতে পারেনি কর্ম কমিশন
চলতি অর্থবছরের ছয় মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি নেই। গত জুলাই-ডিসেম্বর সময়ে এডিপির মাত্র সাড়ে ২২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ছয় মাসের হিসাবে এত খারাপ পারফরম্যান্স সাম্প্রতিক কয়েক বছরে দেখা যায়নি।
পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ গত ৬ মাসে তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে সরকারি কর্ম কমিশন কোনো টাকা খরচ করতে পারেনি। তাদের একটি প্রকল্পে বরাদ্দ আছে ৩০ কোটি টাকা।
যেসব মন্ত্রণালয় ও বিভাগ ১০ শতাংশের কম খরচ করেছে, তাদের মধ্যে আরও রয়েছে—নৌপরিবহন মন্ত্রণালয়; স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ; অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের ৬৩টি প্রকল্পে এ বছর ১৩ হাজার ১৩৪ কোটি টাকা বরাদ্দ আছে। জুলাই-ডিসেম্বর সময়ে তাদের খরচ হয়েছে ১ হাজার ১৭৬ কোটি টাকা।
গত জুলাই-ডিসেম্বর সময়ে এডিপির মাত্র সাড়ে ২২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। ছয় মাসের হিসাবে এত খারাপ পারফরম্যান্স সম্প্রতি কয়েক বছরে দেখা যায়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-ডিসেম্বর মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এ তথ্য পাওয়া গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, গত ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে খরচ হয়েছে ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের বছর একই সময়ে খরচ হয়েছিল ৬০ হাজার ২৪৮ কোটি টাকা। অর্থাৎ টাকার অঙ্কে এডিপি বাস্তবায়ন সামান্য বাড়লেও শতাংশের হিসেবে এ বছর পারফরম্যান্স খারাপ হয়েছে।
চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আর প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৯২।
এডিপি বাস্তবায়নের হার কম হওয়ার কারণ সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, জাতীয় নির্বাচনের কারণে কর্মকর্তা, ঠিকাদারসহ সবাই নানা কাজে ব্যস্ত ছিলেন। তাই প্রকল্প বাস্তবায়নের গতি কিছুটা কমেছে। এ ছাড়া যেসব নতুন প্রকল্প পাস হয়েছে, সেগুলোতে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী বরাদ্দ বন্ধ রয়েছে।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের সভায় দ্রুত প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।