প্রায় ৮০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি
জলবায়ুসহিষ্ণু পানি ব্যবস্থাপনার উন্নয়নে ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৭৮১ কোটি টাকা। মূলত গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় জলবায়ুসহিষ্ণু পানি ব্যবস্থাপনার উন্নয়নে এই অর্থ খরচ হবে।
আজ শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। ঢাকায় ইআরডির সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ক্লাইমেট রেসিলিয়েন্ট ইন্টিগ্রেটেড সাউথ-ওয়েস্ট প্রজেক্ট ফর ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রজেক্টের মাধ্যমে এই অর্থ খরচ হবে। এর মাধ্যমে ছয় লাখ লোক উপকৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন ব্যবস্থা, সেচ ব্যবস্থাপনা ও লবণাক্ত পানির প্রকোপ কমানো—এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ দেশের মানুষকে সহায়তা দিচ্ছে তাঁর সংস্থা। নতুন এই প্রকল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। এ ছাড়া জীবনমানের উন্নতিও হবে, বিশেষ করে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপকার হবে।