একটি সংসার চালাতে কোথায় কত খরচ হয়
সংসার চালানো নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কারও জন্য খাবারের জোগান দেওয়াটাই কষ্টকর। আবার কাউকে সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ—এসব নিয়ে ভাবতে হয়।
সব মিলিয়ে সংসারের খরচের ফর্দে অপরিহার্য হিসেবে থাকে খাবার, স্বাস্থ্য, শিক্ষা, জামাকাপড়, যাতায়াত, বাসাভাড়া, বিনোদন ইত্যাদি। যথেষ্ট আয় করতে না পারলে এসব খাতের খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন।
এবার দেখা যাক, সংসারে কোথায় কত খরচ হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানার আয় ও ব্যয় জরিপে একটি পরিবারের সংসার খরচ ও কোন কোন খাতে কত টাকা খরচ হয়, তার একটি গড় হিসাব দেওয়া হয়েছে।
বিবিএস বলছে, বাংলাদেশের একটি পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৪২২ টাকা। এর বিপরীতে খরচ হয় ৩১ হাজার ৫০০ টাকা। বিবিএস জানাচ্ছে, মোটাদাগে সব মিলিয়ে ১৩টি খাতে সংসারের জন্য অর্থ খরচ করতে হয়, তবে এটি গড় হিসাব। স্বাভাবিকভাবেই ধনী পরিবারে মাসিক খরচ তুলনামূলক বেশি, গরিব পরিবারে কম।
খানার আয় ও ব্যয় জরিপের জন্য সারা দেশের ১৪ হাজার ৪০০ পরিবারের সারা বছরের তথ্য সংগ্রহ করা হয়। ওই সব পরিবারের সংসার চালাতে প্রতি মাসে গড়ে কত টাকা খরচ করতে হয়—জরিপে সেই চিত্র উঠে এসেছে। সবশেষ জনশুমারি অনুযায়ী, সারা দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার আছে।
এ বিষয়ে বিবিএসের উপপরিচালক ও জরিপ প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের আয় বেড়েছে। ছয় বছরের ব্যবধানে গড় আয় দ্বিগুণ হয়েছে। এ ছাড়া অর্থনৈতিক অবস্থার সঙ্গে সঙ্গে পরিবারের খরচের ধরনও পাল্টে যায়। আয় বাড়লে মোট খরচে খাবারের অংশীদারত্ব কমে যায়। অন্যান্য খাতে খরচ বাড়ে। আগে মোট খরচের অর্ধেকের বেশি খাবারের পেছনে যেত, এখন তা ৪২ শতাংশে নেমে এসেছে। তবে এখনো খাবার কিনতেই বেশি খরচ করতে হয়।
কোন খাতে কত খরচ
জরিপে বলা হয়েছে, এখন একটি পরিবারের ৪২ শতাংশ খরচ হয় খাবার কেনায়। চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ, মাছ–মাংস, ডিম–দুধ ইত্যাদি কিনতে এই খরচ হয়। টাকার অঙ্কে এর পরিমাণ ১৩ হাজার ১৯৩ টাকা। এটি সংসারের সবচেয়ে বড় খরচের খাত।
সংসারের দ্বিতীয় বৃহত্তম খরচের খাত হলো—বাসাভাড়া, গ্যাস-বিদ্যুৎ-পানির বিল ইত্যাদি। এই বিল খাতে একটি পরিবারের মাসে খরচ হয় ৪ হাজার ৪১৮ টাকা। এটি মোট খরচের ১৪ শতাংশ। তবে যেসব পরিবারের নিজের বাড়ি বা ফ্ল্যাট আছে, তাদের বাসাভাড়ার খরচ নেই। গ্রামে বাসাভাড়ার প্রচলনও নেই। তাই এই খাতে খরচ আপাতত দৃষ্টিতে কম মনে হয়।
স্বাস্থ্য বা চিকিৎসা খাতই হলো একটি পরিবারের তৃতীয় বৃহত্তম খরচের জায়গা। মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়মিত চিকিৎসায় প্রতিমাসে একটি পরিবারকে গড়ে ২ হাজার ১১৫ টাকা খরচ করতে হয়। এটি মোট খরচের ৬ দশমিক ৭ শতাংশ।
প্রতি মাসে কাপড়চোপড় ও জুতা কেনায় খরচ হয় ওই পরিবারের মোট ব্যয়ের ৬ দশমিক ৬ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ ২ হাজার ৬৩ টাকা। পাঁচ নম্বরে আছে যাতায়াত খরচ। এ খাতে একটি পরিবারকে মাসে গড়ে ১ হাজার ৬৮২ টাকা খরচ করতে হয়।
১৩টি খাতের মধ্যে শিক্ষায় খরচের অবস্থান ১০ নম্বরে। এ খাতে একটি পরিবারের মাসিক খরচ মাত্র ৫৭৩ টাকা। অন্যদিকে মুঠোফোন, ইন্টারনেট, চিঠিপত্র আদান–প্রদানসহ যোগাযোগ খাতে একটি পরিবারের গড় খরচ ৮৬০ টাকা। নাটক, সিনেমা দেখা, ডিশলাইনের বিল, ঘুরতে যাওয়া—এসব খরচ ৪৩১ টাকা। রেস্তোরাঁয় খাওয়ার পেছনে খরচ গড়ে ৬২ টাকা। বাড়িঘর রক্ষণাবেক্ষণে গড় খরচের পরিমাণ ১ হাজার ৬৩৮ টাকা। নানা ধরনের পণ্য ও সেবা কিনতে মাসে খরচ করতে হয় ১ হাজার ৫০৯ টাকা। অন্যান্য খরচ খাতে আছে ২ হাজার ১৪০ টাকা।