ট্যানারিমালিকদের সহায়তা দরকার
রাজধানীর হাজারীবাগ থেকে ২০১৭ সালে সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরীতে ট্যানারি স্থানান্তরের পর থেকে আমরা চামড়া খাতের উদ্যোক্তারা ভালো নেই।
শিল্পনগরীটি পরিবেশবান্ধব না হওয়ায় রপ্তানি বাজারে সুবিধা করা যাচ্ছে না। তার ওপর এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারি চলছে। এদিকে সামনের মাসেই পবিত্র ঈদুল আজহা। তখন কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজেটে নীতিসহায়তা দরকার।
ট্যানারিগুলো যাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপি না হয়, সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ৭০ শতাংশ ট্যানারি চলমান রাখতে পারলে কোরবানির চামড়া নিয়ে কোনো সমস্যা হবে না।
হাজারীবাগ এলাকাটিকে রেড জোন ঘোষণা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তাই সেখানকার জমি বেচাকেনা করতে পারছেন না ট্যানারির মালিকেরা।
অথচ সেই জমি বন্ধক রেখে সব ট্যানারিমালিকই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। সেই ঋণের সুদ গুনতে হচ্ছে কিন্তু হাজারীবাগে কোনো কিছুই করা যাচ্ছে না। জমি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা অনতিবিলম্বে তুলে নেওয়ার
দাবি জানাচ্ছি আমরা। সেই সঙ্গে স্বল্প মেয়াদে নেওয়া ঋণ দীর্ঘ মেয়াদে পরিশোধের সুযোগ দেওয়া দরকার।
চেয়ারম্যান, ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন