বাংলাদেশ ল্যাম্পসের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন

ডিজিটাল প্ল্যাটফর্মে আজ রোববার অনুষ্ঠিত বাংলাদেশ ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভায় চেয়ারপারসন শাহনাজ রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, পরিচালক শাযরেহ্ হক, পরিচালক আতিকুর রহমান, পরিচালক শামসুর রহমান, স্বতন্ত্র পরিচালক আখতার আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ সাকিল চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ রুহান মিঞা অংশ নেন।
বিজ্ঞপ্তি

স্মার্ট এলইডি বাল্ব, টিউবলাইটসহ ট্রান্সটেক লাইটিং পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) শেয়ারপ্রতি ২ টাকা অথবা ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আজ রোববার অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৬০তম বার্ষিক সাধারণ সভায় এ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের পরিচালনায় সাধারণ সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ জুন ২০২১ সালে সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণীসহ অন্যান্য আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।