নাভানা রিয়েল এস্টেটের আধুনিক কন্ডোমিনিয়াম প্রকল্প সিটি উইদিন

নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের একটি আকর্ষণীয় কন্ডোমিনিয়াম প্রকল্পের নাম সিটি উইদিন। রাজধানীর নগর জীবনে অভ্যস্ত ও রুচিশীল গ্রাহকদের কথা মাথায় রেখে নাভানা রিয়েল এস্টেট তৈরি করছে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকল্প সিটি উইদিন। পর্যাপ্ত আলো, ফুরফুরে বাতাস আর সবুজের সমারোহের কারণে প্রতিটি ফ্ল্যাট হয়ে উঠবে স্বস্তি আর ভালোবাসার একেকটি আশ্রয়স্থল। ৩০ বিঘা জমিতে প্রতিটি ১৪ তলাবিশিষ্ট এই প্রকল্পে থাকছে পর্যাপ্ত খেলার মাঠ, আধুনিক সুইমিংপুল, মানসম্মত স্কুল, মসজিদ, ব্যায়ামাগার, কমিউনিটি হল, মিনিমার্ট, ইনডোর গেমস ও দীর্ঘ জগিং ট্র্যাক।

গ্রাউন্ড ফ্লোর ও বেসমেন্টে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা, ছাদ বাগানসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত প্রতিটি ফ্ল্যাটের সাইজ ১ হাজার ৩২৮ থেকে ২ হাজার ৪৮ বর্গফুট। সিটি উইদিনের প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিন থেকে চারটি বেডরুম, তিন থেকে চারটি বারান্দা, চারটি বাথরুমসহ একটি ড্রয়িংরুম, একটি ডাইনিংরুম ও একটি রান্নাঘর। ফ্ল্যাটের প্রতিটি রুমের মেঝে, দেয়াল, বাথরুম ও রান্নাঘরে থাকছে আধুনিক প্রযুক্তি, স্থাপত্যে থাকছে শিল্প আর আভিজাত্যের ছোঁয়া। প্রকল্পের সামনে থাকছে প্রশস্ত রাস্তা আর চারদিকে যথেষ্ট পরিমাণ সবুজময় খোলা জায়গা।

মেট্রোরেল, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, স্বনামধন্য স্কুল, বাজার, হাসপাতালসহ বিভিন্ন ধরনের নাগরিক সুবিধার প্রাণকেন্দ্র রাজধানীর মিরপুরে অবস্থিত সিটি উইদিন প্রকল্পে নাভানা দিচ্ছে আকর্ষণীয় দামে অত্যাধুনিক ফ্ল্যাটের নিশ্চয়তা। নাভানা সিটি উইদিনই হতে পারে আপনার ভালোবাসার ঠিকানা।