স্পেকট্রামের নেতৃত্ববিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম (প্রা.) লিমিটেডের উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় স্পেকট্রাম লিডারশিপ কনফারেন্স ২০২৫। সম্মেলনে স্পেকট্রামের বিভিন্ন বিভাগের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি ও ম্যানেজমেন্ট টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানের সাফল্য উদ্যাপন, চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সিনার্জি ব্রিংস সাকসেস’ সমন্বয়ের মাধ্যমে আসে স্বাধীনতা। উপদেষ্টা প্যানেলের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সি-৪ ইঞ্জিনিয়ারিংয়ের খালেদ সামস, নেবুলা ডিজিটালের চেয়ারম্যান সৈয়দ তানভীর হোসেন, গ্রামীণফোনের হেড অব লার্জ করপোরেশনস ও বিজনেস ডিভিশনের পরিচালক এম শাওন আজাদ ও পেপার রাইমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সৃজনশীল কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাইফুদ্দিন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সম্মেলনের প্রথম পর্বে ১৩টি বিভাগের প্রতিনিধিরা তাঁদের দলগত সাফল্যের বিবরণ, চ্যালেঞ্জ, শিক্ষণীয় অভিজ্ঞতা ও ২০২৫ সালের জন্য কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উপস্থাপনা শেষে মতবিনিময় ও পরামর্শমূলক অধিবেশন আয়োজন করা হয়। আলোচনার মূল বিষয় ছিল ভবিষ্যতের কর্মকৌশল এবং ব্যক্তি ও দলগত দক্ষতার উন্নতি। অনুষ্ঠানের সমাপ্তি হয় স্পেকট্রামের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে উপদেষ্টাদের মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানের সফলতায় দলনেতাদের প্রয়াস ও অবদানের জন্য ধন্যবাদ জানানোর মাধ্যমে।
সম্মেলনের মাধ্যমে স্পেকট্রাম নেতৃত্ব উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।