বেস্ট হোল্ডিংস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান আমিন আহমদ। এ সময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, কোম্পানি সচিব আবুল কালাম আজাদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পনসর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। এ ছাড়া অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এ সময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
হাসান আহমেদ বলেন, ‘বেস্ট হোল্ডিংস লিমিটেড সম্পদভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভুক্ত হওয়া শুধু কোম্পানিটির জন্য উল্লেখযোগ্য মাইলফলক নয়, বরং শেয়ারহোল্ডারদের জন্যও উল্লেখযোগ্য অর্জন।’
কোম্পানির চেয়ারম্যান আমিন আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।