এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রধান ব্যবসা কর্মকর্তা হলেন কামরুল হাসান
এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রধান ব্যবসা কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার (সিবিও) হয়েছেন কামরুল হাসান। সম্প্রতি তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কামরুল হাসান এর আগে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবসা পরিচালক (বিজনেস ডিরেক্টর) ছিলেন। এ দায়িত্বের অংশ হিসেবে তিনি কোম্পানির বিভিন্ন ব্যবসা (পোর্টফোলিও) দেখাশোনা করেছেন। ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ২২ বছর ধরে তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসে কাজ করছেন।
দেশের এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) ও লবণশিল্প খাত নিয়ে বিশেষ অভিজ্ঞতা রয়েছে কামরুল হাসানের। লবণশিল্পে ভ্যাকুয়াম-ইভাপোরেটেড প্রযুক্তি প্রবর্তনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।
দেশে ভার্জিন ড্রিংকস স্লিম ক্যান চালু করেন কামরুল হাসান। এটি দেশের কোমল পানীয় শিল্পের জন্য একটি বড় সূচনা ছিল। এ ছাড়া স্যাভলন অ্যান্টিসেপটিক, ওয়ান্ডার ডিশওয়াশিং, স্মার্ট ওয়াশিং পাউডার, শাইনেক্স ফ্লোর ক্লিনার, সেপটেক্স বার সাবান, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, টুইঙ্কেল বেবি ডায়াপার, এসিআই সুগার, কোলগেট, স্পার্কল লাইটস ও ডুলাক্স পেইন্টসের মতো ব্র্যান্ড প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
কামরুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা ও যুক্তরাজ্যের কমন পারপাসের মতো প্রতিষ্ঠান থেকে ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।