ব্যাংকে গিয়েও বিমা করা যাবে
ব্যাংকে গিয়েও এখন বিমা পলিসি খোলা যাবে। পাশাপাশি বিমার বিভিন্ন সেবাও মিলবে ব্যাংকে। ব্যাংকগুলোকে ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রয় ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই পণ্যের নাম হবে ‘ব্যাংকাস্যুরেন্স’। এটি বিমাপণ্য, কিন্তু তা বিক্রি হবে ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে।
ব্যাংকাস্যুরেন্স মূলত ফরাসি শব্দ। ১৯৮০ সালের দিকে ফ্রান্স ও স্পেনে প্রথম এটি চালু হয়। ইউরোপের বেশির ভাগ দেশে ব্যাংকের মাধ্যমে জীবনবিমা পলিসি বিক্রি হয়। এশিয়ার দেশগুলোতেও জনপ্রিয়তা পাচ্ছে এটি। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও ব্যাংকাস্যুরেন্স চালু করে সফল হয়েছে। অথচ ৬১টি ব্যাংক ও ৮১টি বিমা কোম্পানি থাকা সত্ত্বেও বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে আছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাসুরেন্স সেবা চালুর লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে সব তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রয় ব্যবসায় নিয়োজিত হতে পারবে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনের ফলে বিমাপণ্য বিক্রির সুযোগ তৈরি হলো ব্যাংকের জন্য। এখন বিমাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকগুলোর চুক্তি হবে। এরপরই সেবাটি মিলবে।