সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে

মোস্তফা কে মুজেরী

ব্যাংক ও আর্থিক খাতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সংকট সামাল দেওয়া গেছে। কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে লুটপাট বন্ধ করা গেছে। অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেওয়ার পথ বন্ধ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার মজুতের পতনও থেমেছে।

ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। গ্রাহকের আস্থা বাড়াতে হবে। কারণ, গ্রাহকের আস্থাই ব্যাংক খাতের বড় সম্পদ। কিছু কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবা যায়। এর মধ্যে আছে:

১. যেসব ব্যাংকে সমস্যা আছে, যেগুলোর ঘুরে দাঁড়ানো বা গ্রাহকের চাহিদা মেটানোর ক্ষমতা নেই, সেগুলোর ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত হতে পারে অবস্থা বুঝে একীভূতকরণ (মার্জার) অথবা লিকুইডিশন (বন্ধ করে দেওয়া)। কারণ, এসব ব্যাংক যত দিন থাকবে, যত দিন গ্রাহকের অর্থ দিতে পারবে না, তত দিন আস্থাহীনতা বাড়বে। ধীরে ধীরে ভালো ব্যাংকগুলোতেও এর প্রভাব পড়বে। কাজেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এসব ব্যাংক এই অবস্থায় থাকবে, নাকি বন্ধ করে দেওয়া হবে।

২. অনির্দিষ্টকালের জন্য গ্রাহককে হয়রানি করা কাম্য নয়। কিছু ব্যাংক থেকে যাঁরা টাকা তুলে নিতে চান, তাঁদের জন্য বাংলাদেশ ব্যাংককে একটি উপায় বের করতে হবে। অথবা আমানতকারীরা আদালতে গিয়ে মামলা করতে পারেন এবং ক্ষতিপূরণ দাবি করতে পারেন।

৩. বিশ্বজুড়ে যে নীতি নেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে লিকুইডিশন ও মার্জারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করতে পারে।

৪. বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার। এখন তা কমে গেছে, এটা উদ্বেগজনক বটে। বেসরকারি খাতে ঋণ কমলে সেটা অর্থনীতির স্থবিরতার লক্ষণ বলে গণ্য হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকটিও আমাদের দেখতে হবে। সে জন্য উৎপাদনশীল খাতে যাতে যথেষ্ট ঋণপ্রবাহ থাকে, সেটা নিশ্চিত করা যেতে পারে।

৫. আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল। নতুন করে যাতে না বাড়ে, সে জন্য পদক্ষেপ দরকার। খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না।

৬. সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ দরকার। স্বল্প ও মধ্য মেয়াদে সংস্কারের পথনকশা তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ ব্যাংক এখনই স্বল্পমেয়াদি সংস্কারের পদক্ষেপগুলো নিতে পারে। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ, সে ক্ষেত্রে আইনকানুন পরিবর্তনের বিষয় থাকে।

মোস্তফা কে মুজেরী: সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক