নকিয়া স্মার্টফোন কিনতে বিকাশের গ্রাহকেরা যেভাবে সিটি ব্যাংকের ঋণ পাবেন
নকিয়া স্মার্টফোন কিনতে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকদের ঋণ দেবে বেসরকারি খাতের সিটি ব্যাংক। বিকাশ অ্যাপের পে লেটার সেবা ব্যবহার করে গ্রাহকেরা এই নকিয়া ফোন কিনতে পারবেন। বিকাশের যেসব গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য হয়েছেন, তারা এ সুবিধা পাবেন। এমএফএস প্রতিষ্ঠানটির এ ধরনের গ্রাহক আছে প্রায় ৪০ লাখ। এর বাইরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও এই ঋণের আওতায় আনা হয়েছে।
এ ব্যাপারে সিটি ব্যাংক ও সেলেক্সট্রা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। দেশজুড়ে গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করার লক্ষ্যে চুক্তিটি করা হয়। বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের উৎপাদক ও পরিবেশক হলো সেলেক্সট্রা লিমিটেড। এই চুক্তির ফলে বিজিবি সদস্যরাও এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এ ক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক।
যেভাবে মিলবে ঋণ
বিকাশের লেনদেনের ওপর ভিত্তি করে ৪০ লাখ গ্রাহককে ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে সিটি ব্যাংক। ঋণের পরিমাণ হবে ৩ হাজার থেকে ৩০ হাজার টাকা। আর ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ মাস।
বিকাশ অ্যাপের পে লেটারের মাধ্যমে ঋণ নেওয়ার সময় বিজিবি সদস্যদের পরিচয়পত্রের নম্বর যুক্ত করতে হবে। তাৎক্ষণিক যাচাই সম্পন্ন হওয়ার পর ঋণের মাধ্যমে মোবাইল কেনা যাবে। এতে ঋণের পরিমাণ হবে সর্বোচ্চ ১২ হাজার টাকা। ঋণের মেয়াদ হবে তিন মাস।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের ঋণের ঝুঁকি নিচ্ছে সেলেক্সট্রা লিমিটেড। এ জন্য সিটি ব্যাংকের টাকা জমা রাখবে সেলেক্সট্রা লিমিটেড। কোনো গ্রাহক ঋণের তিন কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সিটি ব্যাংক সেই হিসাব থেকে টাকা কেটে রাখতে পারবে।
এ নিয়ে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার প্রথম আলোকে বলেন, ‘বিকাশের প্রায় ৪০ লাখ গ্রাহকের পাশাপাশি এখন বিজিবি সদস্যরাও এই ঋণ পাবেন। সামনে আমাদের আরও নতুন নতুন খাতে ক্ষুদ্রঋণ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’