ব্যাংক চেয়ারম্যানের ব্যাংক হিসাব খুলে দিল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনফাইল ছবি

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহিরের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে শরিফ জহিরের ভাই আসিফ জহির এবং তাঁদের মা কামরুন নাহার, অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলম ও স্বতন্ত্র পরিচালক আনিসউদ্দিন আহমেদ খানের (আনিস এ খান) ব্যাংক হিসাবও খুলে দিয়েছে সংস্থাটি।

এনবিআর আজ বৃহস্পতিবার আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী শরিফ জহিরসহ পাঁচজনের ব্যাংক হিসাব খুলে দেয়। ফলে এসব হিসাবে লেনদেনে আর কোনো বাধা রইল না।

১ ডিসেম্বর এই ব্যক্তিদের ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে এনবিআর। এ-সংক্রান্ত নির্দেশনা এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে দেশের সব ব্যাংকে কার্যকরের জন্য পাঠানো হয়। এতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের (পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।

ব্যাংক হিসাব জব্দের বিষয়ে গত মঙ্গলবার শরিফ জহির প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকে এ ধরনের চিঠি দেওয়ার পর আমরা বিষয়টি নিয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। ফলে পুরো বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।’ তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাতে আমাদের পক্ষে ব্যবসা করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে।’

অনন্ত গ্রুপ দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক। তাদের সাতটি প্রতিষ্ঠানে ৩২ হাজার লোক কাজ করেন।