লোহিত সাগরে হুতি হামলার জের, ৭০০ কোটি ডলারের আয় থেকে বঞ্চিত মিসর

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ঘিরে হুতিদের নৌযানরয়টার্স ফাইল ছবি

চলতি বছর এখন পর্যন্ত মিসর সুয়েজ খালের ৭০০ কোটি ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি এ কথা জানিয়েছেন। লোহিত সাগরের ঘটনাবলি ও আঞ্চলিক চ্যালেঞ্জের কারণে মিসরে এই ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় এ বছর সুয়েজ খাল থেকে মিসরের আয় কমেছে। দেশটির প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালে এ বাবদ আয় কমেছে ৬০ শতাংশের বেশি। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

গত নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর প্রায় ১০০ হামলা চালিয়েছে। গাজায় এক বছর ধরে ইসরায়েলি আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এই হামলা চালাচ্ছে।

ভারত মহাসাগর হয়ে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ রক্ষাকারী জলপথ হলো সুয়েজ খাল। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এশিয়ার বাণিজ্য অনেকটাই নির্ভর করে এই জলপথের ওপর। সুয়েজ খাল থেকে মিসর যে রাজস্ব পায়, তা দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উপায়।

তবে লোহিত সাগরে জাহাজে হামলা শুরু হওয়ার পর থেকে শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ আফ্রিকার দক্ষিণ বিন্দু ঘুরিয়ে আটলান্টিক মহাসাগরে পাঠাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে মালামাল পরিবহনে সময় বেশি লাগছে এবং খরচও বেশি হচ্ছে। ফলে একদিকে যেমন পণ্য ব্যয়বহুল হচ্ছে, অন্যদিকে বাজারে পণ্য সরবরাহ করতেও দেরি হচ্ছে।