স্বপ্নের আবাস নির্বাচনে দক্ষিণমুখী বাড়ি অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ‘আনোয়ার ল্যান্ডমার্ক হুইসলিং উডস’ তেমনই একটি নান্দনিক দক্ষিণমুখী আবাসিক প্রকল্প। এটির অবস্থান বনানী আবাসিক এলাকায়, যা ঢাকা শহরের অন্যতম একটি ‘প্রাইম লোকেশন’। এ প্রকল্পের মনকাড়া স্থাপত্য নকশা যেন প্রকৃতির মধ্যে ভাস্কর্যস্বরূপ। শহরের সবচেয়ে নির্মল স্থানগুলোর একটিতে এ উদীয়মান ল্যান্ডমার্ক হুইসলিং উডস যেন সবুজ-শ্যামলে ঘেরা এক প্রশান্তির ঠিকানা। বিলাসবহুল এ প্রকল্পের ডিজাইন শুধু দৃষ্টিনন্দন নয়, পরিবেশবান্ধবও বটে। প্রিয়জনদের সঙ্গে ল্যান্ডমার্ক হুইসলিং উডসে আপনি বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন সূর্যোদয় ও সূর্যাস্তের শাশ্বত সৌন্দর্য। শহুরে পরিবেশে অত্যাধুনিক জীবনধারায় ধরা দেবে এক টুকরা সুসজ্জিত অরণ্য।
বনানীর ২৩ নম্বর রোডে প্রকল্পটি অবস্থিত, যা কাকলী মোড় ও কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। প্রকল্পের প্রবেশপথ সুপ্রশস্ত এবং সামনে রয়েছে ৬০ ফুট প্রশস্ত রাস্তা।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অতি নিকটে; আপনি হেঁটেই পৌঁছাতে পারবেন এ প্রকল্প থেকে।
প্রকল্পটির কাছাকাছিই রয়েছে বনানী জামে মসজিদ ও গুলশান সোসাইটি জামে মসজিদ। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পেয়ে যাবেন হাতের নাগালের মধ্যে বনানী কাঁচাবাজার থেকে। আরও আছে অবসর-বিনোদন এবং প্রতিদিন জগিংয়ের জন্য বনানী ক্লাব মাঠ ও বনানী খেলার মাঠ। এ ছাড়া ল্যান্ডমার্ক হুইসলিং উডস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব মাত্র ১৫ মিনিটের।
আনোয়ার ল্যান্ডমার্ক হুইসলিং উডস আপনাকে দেবে একটি আড়ম্বরপূর্ণ জীবনের সূচনা। হুইসলিং উডসের অ্যাপার্টমেন্টগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রয়েছে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকার অবাধ সুযোগ। প্রকল্পটিতে বসার জায়গাসহ সবুজ ল্যান্ডস্কেপ করা ছাদবাগান, বারবিকিউ জোন, সুইমিং পুল ছাড়াও রয়েছে একটি সুসজ্জিত জিমনেশিয়াম। আরও থাকছে কেন্দ্রীয় জল পরিশোধনের ব্যবস্থা, বিস্তৃত খোলা জায়গা এবং শিশুদের খেলার জায়গা।
পরিবেশবান্ধব এ আবাসনে আপনি পাবেন পর্যাপ্ত পরিমাণ সবুজের সমারোহ। অন্যতম আকর্ষণ হিসেবে নিচতলায় রয়েছে একটি রিফ্লেকটিভ ওয়াটার বডি বা টলমলে জলরাশির প্রতিচ্ছবি।
তাই ল্যান্ডমার্ক হুইসলিং উডসের মনোমুগ্ধকর পরিবেশে খুঁজে নিতে পারেন আপনার নান্দনিক স্বপ্নের আবাসন।