সিরাজগঞ্জে খালাস করা হচ্ছে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান
ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে খালাস শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টায় সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে খালাস কার্যক্রম শুরু হয়। পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভারত থেকে আমদানি করা ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।
সিরাজগঞ্জ শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এরপর সেগুলো খালাস হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।
জানা যায়, ৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে আসে পেঁয়াজবাহী ট্রেনটি। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানি চুক্তির ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।
টিসিবির বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আজ সম্পূর্ণ খালাস কার্যক্রম শেষ হওয়া কঠিন, হয়তো কাল পর্যন্ত সময় লাগবে। এ পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবির পরিবেশকদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
প্রতাপ কুমার আরও বলেন, সিরাজগঞ্জ থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ঢাকার পরিবেশকদের দেওয়া হচ্ছে। এরপর বাকি পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরের পরিবেশকদের মাঝে বণ্টন করা হবে।