শিল্প উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। আজ মঙ্গলবার শিল্প উপদেষ্টার কার্যালয়ে তাঁদের এই বৈঠক হয়ছবি: বিজ্ঞপ্তি

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। আজ মঙ্গলবার শিল্প উপদেষ্টার কার্যালয়ে তাঁদের এই বৈঠক হয়।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। খবর বিজ্ঞপ্তি

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আছে। উভয় পক্ষের জন্য সমান সুযোগ তৈরি করা গেলে উভয় দেশের বাণিজ্য আরও বাড়বে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের ছাত্র–জনতা যে আশা–আকাঙ্ক্ষার ভিত্তিতে গণ-অভ্যুত্থান করেছেন, তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও শাহ্ মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।