‘অরেঞ্জ ক্লাব’ সদস্যদের জন্য অফার: এবারের ঈদ হবে আরও সাশ্রয়ী ও উপভোগ্য
সারা বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশেও সবার জন্য অপার আনন্দের উপলক্ষ হয়ে প্রতিবছর ঈদুল ফিতর আসে। রমজান মাসের সিয়াম সাধনার পাশাপাশি বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ঈদকে সামনে রেখে কেনাকাটা করবে বলে। পরিবারের সবার জন্য জামাকাপড়, পছন্দের মানুষের জন্য উপহার এবং ঘরের জন্য প্রয়োজনীয় নানান জিনিস কেনার জন্য অনেকেই এই সময়টার অপেক্ষা করে থাকেন।
দেশের মানুষের এই আকাঙ্ক্ষা ও চাহিদাকে বিবেচনায় রেখে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য ঈদের কেনাকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। অপারেটরটি তাদের ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যদের জন্য গ্রোসারি, খাবার, ফ্যাশন, লাইফস্টাইল ও ভ্রমণসহ যাবতীয় কেনাকাটার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থা করেছে।
ঈদের প্রস্তুতি সহজ করতে সেরা গ্রোসারি ডিল
ঈদ প্রস্তুতির একটি বড় অংশ জুড়েই থাকে গ্রোসারি কেনাকাটা। বিশেষ করে, ঈদকে সামনে রেখে মুখরোচক সব খাবার বানানোর অংশ হিসেবে এসব কেনাকাটা করা হয়। এ ক্ষেত্রে অরেঞ্জ ক্লাব সদস্যরা ডেইলি শপিংয়ের সকল আউটলেট থেকে ৭ শতাংশ, স্বপ্ন ডটকম থেকে ৭ শতাংশ এবং চালডালডটকম থেকে ৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ফলে, এই ঈদে মজাদার খাবার বানানোর প্রস্তুতি সহজ ও সাশ্রয়ী হবে।
রমজানকে স্মরণীয় করতে ডাইনিংয়ে অফার
বাংলাদেশে রমজান মাসে সংযম সাধনার পাশাপাশি সাহরি ও ইফতারে পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানো জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে। আর অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য এই স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সেরা সব হোটেল ও রেস্তোরাঁর বিশেষ ডিল নিয়ে আসা হয়েছে।
ভোজনরসিক মানুষদের জন্য সিক্স সিজনস হোটেল, প্লাটিনাম গ্র্যান্ড ও লং বিচ হোটেলে ‘বাই ওয়ান গেট থ্রি পর্যন্ত’ অফার থেকে শুরু করে শেরাটন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ওয়েস্টিন ঢাকা ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের মতো পাঁচ তারকা হোটেলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ রয়েছে। সাহরি হোক বা ইফতার, আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এসব অফার।
ঈদ আরও উপভোগ্য করতে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডে ছাড়
ঈদুল ফিতর মানেই যেন পরিবার ও আত্মীয়-পরিজনের জন্য নতুন জামা-জুতা। এ বছর তাই ঈদের কেনাকাটাকে আরও উপভোগ্য করে তুলতে ক্যাটস আই, ফিট অ্যালিগেন্স, রাইজ, ক্রিয়াস, সারা লাইফস্টাইল লিমিটেড, মিরর, স্মার্টেক্স, তাহুর লাইফস্টাইল ও ওয়্যারহাউসের মতো শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে। এখন নিজের জন্য হোক বা পরিবারের জন্য, পছন্দের জামাকাপড় কেনা হবে আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়ক।
শুধু তা-ই নয়, এই ঈদে যারা নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করতে চান তাদের জন্য গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন, বায়ো-জিন ও সিক্রেট বিউটির সঙ্গে অংশীদারত্ব করেছে বাংলালিংক। ফলে এসব জায়গা থেকে বিউটি ও ওয়েলনেস সার্ভিস নেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় গ্রহণ করা যাবে। নিজের প্রতি যত্ন নেওয়া বা নিজেকে কিছুটা সময় দেওয়ার সবচেয়ে ভালো উপলক্ষ হতে পারে এবারের ঈদ।
ঈদে কোথাও ঘুরতে যেতে ভ্রমণে ছাড়
পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হিসেবে প্রতিবছর ঈদ আসে। অনেকে আবার এই সময়টায় পরিবারকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান। তাই এবার অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনস, সহজ ও শেয়ারট্রিপে ফ্লাইট ও ট্রাভেল বুকিংয়ের ক্ষেত্রে ১৪ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগের সুযোগ নিয়ে এসেছে বাংলালিংক। বাংলাদেশের ভেতরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাশ্রয় ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এই বিশেষ ছাড়; ঈদকে করে তুলবে আরও আনন্দদায়ক।
বাংলালিংকের সঙ্গে ঈদে বেশি পুরস্কার
প্রতিটি উপলক্ষকে সামনে রেখে বিশেষ অফার নিয়ে আসার মাধ্যমে গ্রাহকের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলালিংক। এবারের ঈদে নিয়ে আসা এই বিশেষ ছাড়ের কারণে অরেঞ্জ ক্লাব সদস্যরা কেনাকাটা, খাওয়াদাওয়া ও ভ্রমণের ক্ষেত্রে অনেক কম ভোগান্তিতে সাশ্রয়ী সুযোগ গ্রহণ করতে পারবেন। এবারের ঈদকে আরও স্মরণীয় করে তুলতে বাংলালিংক এবারের রোজায় এসব অফার নিয়ে এসেছে।
অরেঞ্জ ক্লাব সদস্যরা মাইবিএল অ্যাপ অথবা একটি কোড ৫৬৭৮ এই নম্বরে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে এসব অফার গ্রহণের সুযোগ পাবেন। সে ক্ষেত্রে, রিপ্লাই এসএমএস দেখিয়ে অফার গ্রহণ করতে পারবেন তারা।
তাহলে আর দেরি কেন! এবারের ঈদে গ্রহণ করুন বাংলালিংকের অনবদ্য সব অফার আর ঈদ উদযাপনকে করে তুলুন আরও আনন্দদায়ক।