২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পরিবার কার্ডে সয়াবিন তেলের দাম কমিয়েছে টিসিবি

সয়াবিন তেলের দাম কমেছে
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশের পরিবার কার্ডধারী এক কোটি পরিবার জুন মাসের পণ্য কেনার সময় টিসিবি থেকে এই হ্রাসকৃত মূল্যে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সম্প্রতি ভোজ্যতেল কোম্পানিগুলোর সংগঠনও বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে।

আজ মঙ্গলবার থেকে সারা দেশে পরিবার কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

জুন মাসের জন্য টিসিবির দেওয়া মূল্যতালিকায় দেখা যায়, একজন কার্ডধারী ভোক্তা ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। আগে সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১১০ টাকা।

এদিকে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেশের ভোজ্যতেল মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের খুচরা দাম কমিয়েছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম কেজিতে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা কমিয়ে ১৬৭ টাকা করার সিদ্ধান্ত হয়েছে। আগে এসব পণ্যের দাম প্রতি লিটার যথাক্রমে ১৯৯ টাকা ও ১৭৭ টাকা ছিল। খোলা পাম তেল প্রতি লিটার ১৩৫ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং বোতলজাত সুপার পাম তেল লিটারে ১৬৭ টাকা থেকে দুই টাকা কমিয়ে ১৬৫ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববাজারে দাম বেশি এই কারণ দেখিয়ে টিসিবি গত ছয় মাসে একাধিক পণ্যের দাম বাড়িয়েছিল। এর মধ্যে গত মে মাসে সরকারি সংস্থাটি চিনির দাম বাড়িয়েছিল কেজিতে ১০ টাকা। তখন প্রতি কেজি চিনির দাম ৬০ টাকা থেকে করা হয় ৭০ টাকা। এর আগে গত ডিসেম্বরে চিনির দাম আরও একবার বাড়িয়েছিল টিসিবি। তখন চিনির দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছিল। এ ছাড়া প্রতি কেজি ডালের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৭০ টাকা।