ইভ্যালির গাড়ি বিক্রির অনুমতি পেল পর্ষদ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের ব্যাংক হিসাব ও সম্পত্তির তথ্য দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত নিযুক্ত পরিচালনা পর্ষদকে ইভ্যালির নিজস্ব ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে তা কোম্পানির স্বার্থে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া ইভ্যালির ২২টি গাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার জন্য ইভ্যালির পরিচালনা পর্ষদকে অনুমতি দেওয়া হয়েছে।
ইভ্যালিতে পণ্য অর্ডার দিয়ে অর্থ পরিশোধের পর পণ্য ও অর্থ ফেরত না পেয়ে মো. ফরহাদ হোসেন নামের এক গ্রাহক গত সেপ্টেম্বরে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি নিয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন। পরে গত বছরের ১৮ অক্টোবর আদালত ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন। এ পর্ষদ ২২ সেপ্টেম্বরের আদেশের অংশবিশেষ সংশোধন চেয়ে ১৩ জানুয়ারি আবেদনটি করে, যার ওপর গতকাল শুনানি হয়।
আদালতে ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান। গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
পরে আইনজীবী মোর্শেদ আহমেদ খান প্রথম আলোকে বলেন, আদালত নিযুক্ত পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিতে কাজ করে যাচ্ছে। তবে কাজ চালাতে গিয়ে আর্থিক সমস্যার প্রেক্ষাপটে আদালতের আগের ওই আদেশ সংশোধন চেয়ে আবেদনটি করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন। ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ও পাওনাদারদের বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েন করতে পুলিশের মহাপরিদর্শককে বলা হয়েছে।