২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

'বই উৎসব' শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে

ফাইল ছবি
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে তড়িঘড়ি করে ২৪ ডিসেম্বর (কাল সোমবার) সরকারি ব্যয়ে বই উৎসব উদ্বোধন ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা করে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি আজ রোববার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে নির্বাচনের আগে এই উৎসব বন্ধ করার দাবি জানিয়েছেন।

ড. কামাল হোসেন চিঠিতে লিখেন, এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। তিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ–৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতিপূর্বে এ বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে। ২০১৯ সালের ১ বা ২ জানুয়ারি এ উৎসবের উদ্বোধন করা হলে কোনো ক্ষতি নেই। বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন এবং এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে যা গোপালগঞ্জ–৩ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্য প্রার্থীসহ সারা দেশের প্রার্থীদের অধিকারকে লঙ্ঘন করে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে পাঠানো ওই চিঠিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি বাধ্যতামূলক হলেও ক্ষমতাসীন জোটের প্রার্থীরা অহরহই তা লঙ্ঘন করছেন। কমিশন বেশির ভাগ ক্ষেত্রেই নির্লিপ্ত আচরণ করছে, যা কমিশনের অসহায়ত্বই প্রকাশ করে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রার্থীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তবে কমিশন সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না মর্মে জনগণ মনে করে।