২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হামলার আশঙ্কায় মাঠে নেই তানভীর

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার আশঙ্কায় মাঠে যেতে পারছেন না বলে জানিয়েছেন গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী। গতকাল শনিবার দুপুরে মতিঝিলের বলিয়াদী ম্যানশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী বলেন, নির্বাচনের নামে সেখানে বিরোধী দল নিধন কর্মকাণ্ডের মহোৎসব চলছে। পুরো গাজীপুর-১ এলাকায় নৈরাজ্যময় পরিবেশ বিরাজ করছে। প্রতিটি হামলার ঘটনা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার পরও কোনো প্রতিকার মিলছে না। তাঁরা কেবল তদন্ত করে দেখার কথা বলেই দায়িত্ব সারছেন। পুলিশ প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে।

ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন,‘আজ ২২ ডিসেম্বর, নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। আমরা ঘরে বসে আছি। আমাদের প্রচারণা নেই। কারণ, নির্বাচনের কোনো গ্যারান্টি নেই। আমরা ওখানে গেলেই মারধর করবে। আবার মামলা দেয় আমাদের বিরুদ্ধেই।’