হরিরামপুরে বাঁধ বানাবেন মান্নান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নান ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার তিনি হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন।
সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলা এবং জেলা সদরের তিনটি ইউনিয়ন নিয়ে এ আসন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মান্নান এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আফরোজা খানকে হারিয়ে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা না দেওয়ায় মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।
গতকাল আবদুল মান্নান হরিরামপুরের ঝিটকা, মাচাইন ও ভাদিয়াখোলা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, বিদ্যুৎ–সংযোগসহ ২০০টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন করেন। বর্তমানে নির্মাণাধীন বহুল আলোচিত কালীগঙ্গা নদীর ওপর বালিরটেক সেতু ও সিঙ্গাইর-মানিকগঞ্জ চার লেন আঞ্চলিক মহাসড়কটি তাঁর সময়ে একনেকের সভায় পাস হয়।
আবদুল মান্নান বলেন, হরিরামপুরের মানুষ নদীভাঙনে জর্জরিত। বাহাদুরপুর এলাকায় এবারও পদ্মা ব্যাপকভাবে ভেঙেছে। অসহায় মানুষজনের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে তাঁদের সহায়তা করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি সাংসদ নির্বাচিত হলে এই নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করব। আমি চাই, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যেন ভোট দেওয়ার সুযোগ পায়। জনগণই নির্বাচন করবে তাদের প্রতিনিধি।’