সান্তাহারে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনে স্বজনদের আপত্তি
করোনায় মারা যাওয়া এক ব্যক্তির লাশ দাফনে আপত্তি জানান তাঁর স্বজনেরা। অমানবিক এ ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহার পৌর শহরের বমিপুর মহল্লায়। পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলরের হস্তক্ষেপে লাশের দাফন সম্পন্ন হয়েছে।
মৃত ব্যক্তির নাম ইউনুছ আলী (৪৫)। তিনি সান্তাহার পৌর শহরের বশিপুর মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ইউনুছ আলী করোনার উপসর্গ নিয়ে নওগাঁয় পরীক্ষা করলে পজিটিভ ফল আসে। পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দিবাগত রাতে ইউনুছ আলীর মৃত্যু হয়। আজ রোববার তাঁর লাশবাহী গাড়ি বাড়িতে আসে। কিন্তু তাঁর ভাই-ভাতিজারা লাশ গ্রহণ ও দাফনের ব্যবস্থা করতে আপত্তি জানান। পরে ওই গ্রামের বাসিন্দা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী হাবিবুল আলমের হস্তক্ষেপে লাশ গ্রহণ ও দুপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।