২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লেখক মুশতাক আইনি বৈষম্যের শিকার

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে প্রথম আলোকে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

জ্যোতির্ময় বড়ুয়া

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। মুশতাক আইনি বৈষম্যের শিকার। যেখানে খুনের আসামিরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে লেখালেখির কারণে মুশতাককে এত দীর্ঘ সময়ে কারাবন্দী করে রাখাটা আইনি বৈষম্য।

আমরা বলছি দেশে গণতন্ত্র নেই। এটা তো আসলে কিছুই না। আসলে এই মৃত্যু বোঝাচ্ছে রাষ্ট্র ব্যবস্থাতে তো কিছুই নেই। শুধু গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বোল, কোনো মানে হয় না।

লেখক মুশতাক আহমেদ।
ফাইল ছবি

মুশতাক আহমেদ সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিয়েছিলেন। সেদিন তাঁকে দেখেছি। তাঁর এমন কোনো অসুস্থতা দেখিনি, যাতে মৃত্যু হতে পারে। আমার কাছে এই মৃত্যু খুবই রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে স্বাধীন তদন্ত হওয়া দরকার।

বশ্য পুলিশকে দিয়ে নয়। স্বাধীন কোনো সংগঠনকে দিয়ে এই তদন্ত হওয়া দরকার।
বড় বড় অপরাধীরা আদালত থেকে জামিন পাচ্ছেন। আর মুশতাক আহমেদ জামিন পেলেন না। ছয়বার তাঁর জামিন আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আমি মনে করি তাঁর জামিন পাওয়া উচিত ছিল। আদালতে সবকিছু বিবেচনায় নিয়ে তাঁকে জামিন দিতে পারতেন।

আরও পড়ুন