রফিক আহমেদ সিদ্দিক আর নেই
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
রফিক আহমেদ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ভাই। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার সকালে গুলশান-১ গোলা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীপুরের বাঙালগাছে তাঁর দাফন সম্পন্ন হবে।
রফিক আহমেদ সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রফিক আহমেদ সিদ্দিক বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনেরও চেয়ারম্যান ছিলেন। রোটারি ক্লাবের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন রফিক আহমেদ সিদ্দিক।