ভৈরবে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ইব্রাহিম মিয়া (২৩) নামের পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ভৈরব পৌর শহরের আবেদীন হাসপাতালের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ইব্রাহিম কনস্টেবল পদে ছিলেন।
নিহত ইব্রাহিমের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের পশ্চিম পাড়ায়। তিনি মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, ইব্রাহিম কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনস থেকে কিছুদিন আগে সেতুর নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য ভৈরব আসেন। গতকাল বিকেল চারটার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে স্থানীয় একটি তেল পাম্পে যান তিনি। সেখান থেকে তেল নিয়ে ফেরার পথে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস ইব্রাহিমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে দূরে পড়ে যান। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পথে মারা যান তিনি।
ওসি তরিকুল ইসলাম বলেন, বাসের চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে।